সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫
জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সাথে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি সকালে উপজেলার গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজে আইনশৃঙ্খলা বিষয়ে শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মাদক, ইভটিজিং এবং বাল্য বিয়ে নিয়ে সচেতন করতে জকিগঞ্জ থানা পুলিশের টিম বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রী-শিক্ষকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।
এসময় শিক্ষার্থীদের সাথে লেখাপড়ার মান উন্নয়ন, ছাত্রীদের বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখা, মাদককে না বলা এবং সাামজিক নানা বিষয়ে সচেতন করতে বক্তব্য রাখেন। এছাড়া ইন্টারনেট-ফেসবুক ব্যবহারে সচেতন হতে সতর্ক করে দেন। আদর্শ জীবন গঠন, সড়কের রাস্তা পারাপার, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, জাতীয় জরুরি সেবা ৯৯৯ বিষয়ে সচেতনতা মূলক বক্তব্য রাখেন ওসি জহিরুল ইসলাম মুন্না।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করতে এবং তাদের দিক-নির্দেশনামূলক পরামর্শ দেয়া হয়। আমরা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের সাথে এভাবে সভা করবো।
(সুরমামেইল/এএইচএল)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি