সিলেট ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের বিয়ানীবাজার উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মাজহারুল ইসলাম জুয়েলের গ্রামের বাড়ী জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত গ্রামের বাসায় ঢুকে আক্রমন ও তার শিশু সন্তানকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টাকালে দুই যুবককে আটক করা হয়েছে।
জানা গেছে- মঙ্গলবার রাতে আনসার কর্মকর্তা জুয়েলের বাসায় বিয়ানীবাজারের ছড়িয়া গ্রামের আতাউর রহমানের পুত্র তারেক আহমদ ও তার সহযোগী সিএনজি চালক জকিগঞ্জের লোহারমহল গ্রামের শাহীদ আলীর পুত্র জাহেদ আহমদ প্রবেশ করে তাকে আক্রমন করে তার শিশু পুত্রকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে পৌর কাউন্সিলর কামরুজ্জামান কমরু গিয়ে ছুরিসহ যুবকদের আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোবাশশেরুল ইসলামের নিকট নিয়ে আসলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনা শুনে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত তারেক আহমদকে ১ বছরের ও তার সহযোগী সিএনজি চালক জাহেদ আহমদকে ১ মাসের সাজা দেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিনসহ বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি