সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৪
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জের) সনাতনী ঐক্য মঞ্চ নামের সংগঠন।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় বিক্ষোভ করার পর বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারীরা।
সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
।আরও পড়ুন
এর আগে, সোমবার দুপুরের দিকে ভারতের শ্রীভূমির (করিমগঞ্জ) শুল্ক স্টেশন এলাকায় ‘চল বাংলাদেশ’ কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ করেন ভারতের সনাতনী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠনের সদস্যরা। বিক্ষোভের পর জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের আমদানি রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেন বিক্ষোভকারী সনাতনী ঐক্য মঞ্চের সদস্যরা।
তবে সোমবার সকালের দিকে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের শ্রীভূমি (করিমগঞ্জে) থেকে প্রায় ৬ টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। পরে শ্রীভূমি (করিমগঞ্জে) সেখানকার বিক্ষোভকারীরা আমদানি রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আর কোনো পণ্য আমদানী হয়নি। ফলে বাংলাদেশী আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ভারতের শ্রীভূমি শুল্ক স্টেশন থেকে ফেরত গেছে। এতে বাংলাদেশী ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন আমদানীকারকরা।
জকিগঞ্জ শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনে সেখানকার বিক্ষোভকারীরা বিক্ষোভ করে বাংলাদেশী ব্যবসায়ীদের এলসি করা মালামালের গাড়ি ফেরত দিয়েছেন। এ নিয়ে জকিগঞ্জ শুল্ক স্টেশন থেকে আমরা ভারতের শ্রীভূমি (করিমগঞ্জ) শুল্ক স্টেশনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও সেখানকার কর্মকর্তারা কল রিসিভ করেননি। তবে সকালের দিকে প্রায় ৬টন কমলা বাংলাদেশে আমদানি হয়েছে। জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতে কোন পণ্য দীর্ঘদিন ধরে রপ্তানি হয়না। সুতারকন্দি শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশী প্রাণ, আকিজসহ কয়েকটি কোম্পানির পণ্য ভারতে যায় বলে নিশ্চিত করেন তিনি।
(সুরমামেইল/আরএস)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি