জগন্নাথপুরে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

জগন্নাথপুরে লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

Manual3 Ad Code

জগন্নাথপুর প্রতিবেদক :: জগন্নাথপুর পৌর এলাকায় বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে অখিল দাস নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

সোমবার সকাল পৌনে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অখিল জগন্নাথপুর গ্রামের সুরেশ দাসের ছেলে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, রোববার বিকেলে জগন্নাথপুর কুমারখালি এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারে লাইনম্যান অখিল দাস কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে যায়। এতে তিনি গুরতর আহত হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় কর্মরত চিকিৎকরা অখিলকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশনা দেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে সাতটার দিকে মৃত্যু হয়।

অখিল দাসের স্বজনরা জানান, অখিল বিদ্যুতের লাইন বন্ধ করে কুমারখালীতে কাজ করতে যান। কিন্তু কাজ শেষ না হওয়ার আগেই বিদ্যুৎ অফিস থেকে অসাবধানবশত লাইন চালু করা হলে তিনি বিদ্যুৎস্পৃষ্টহয়ে মাটিতে পড়ে যান।

Manual1 Ad Code

জগন্নাথপুর বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী পাবেল আহমদ জানান, অখিল বিদ্যুতের ট্রান্সফরমারের ওপর থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে আহত হলে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বিদ্যুৎ অফিস থেকে লাইনে কাজ চলাকালিন বিদ্যুত লাইন চালুর বিষয়টি অস্বীকার করে বলেন, তখন বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলও।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code