সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৪
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডের প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃত আসামির নাম হাবিবুর রহমান। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার প্রধান আসামি হাবিবুরকে মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে সন্ধায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর সন্ধায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদী প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।
ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহান সহ আরো একাধিক ব্যাক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি