জগন্নাথপুর জগদিশপুরে ষাট ঊর্ধ্ব বয়সীর উপর সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫

জগন্নাথপুর জগদিশপুরে ষাট ঊর্ধ্ব বয়সীর উপর সন্ত্রাসী হামলা

Irfan Ali

সুরমা মেইল : জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর গ্রামে ষাট ঊর্ধ্ব বয়সী ইরফান আলীর (৬১) উপর সন্ত্রাসী হামলা।

তথ্য নিয়ে জানা যায়, (২৫ নভেম্বর) আনুমানিক সাড়ে ১২টার দিকে স্থানীয় জগদিশপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল কাইউম (৯)কে তার বাবা ইরফান আলী ছেলের পরিক্ষা ফি প্রধানের জন্য মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে পূর্বের জের ধরে তাকে দেশীয় ধারাল অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী হামলা চালায়।

এ সময় ইরফান আলী ও তার ছেলের চিৎকারে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আশ-পাশের এলাকার লোকজন এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। ইরফান আলীকে গুরুতর আহত অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তার অবস্থা আসংখ্যা জনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে এম এ জি অসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। ইরফান আলী বর্তমানে মেডিক্যালের ৩য় তলা ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লরছেন।

মাদ্রাসা সুপারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো কোনো মামলা হয়েছে বলে জানা যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com