জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত শিশুর অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত শিশুর অস্ত্রোপচার সম্পন্ন

রেজোয়ান ইসলাম ঢাকা থেকে :: রাজধানীর  দক্ষিণখানে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত শিশুর শরীরে অস্ত্রোপচার সফল হয়েছে।

শনিবার রাতে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ক্যাজুয়ালটি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার (আইএমও) ডা. মোশতাক আহমেদ বলেন, শিশুটির বুকের চামড়ার ওপর একটু আঘাত আছে। তার বাম হাত ভাঙা। তবে পেটের আঘাত গুরুতর। পেটে স্প্লিন্টার ঢুকে তার খাদ্যনালীর কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে। তবে আমরা সেই জায়গাগুলো রিপেয়ার করেছি। এখন তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। তবে তার জ্ঞান ফিরতে শুরু করেছে।

উল্লেখ্য, শনিবার রাজধানীর দক্ষিণখানে জঙ্গি অস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় জঙ্গিদের ছোড়া গ্রেনেডে আহত হয় শিশুটি। নিজের নাম সাবিনা এবং বাবার নাম ইকবাল ও মা’র নাম শাকিরা বলে জানায় সে। পরে শিশুটিকে চিকিৎসার জন্য দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com