সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবান জানিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন সিলেট এর উদ্যোগে শনিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সুজন সিলেট চ্যাপ্টারের সেক্রেটারী সৈয়দ জিয়াউস শামস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক তাহমিনা ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, ইকডো এর নির্বাহী পরিচালক লক্ষিকান্ত সিংহ, ব্রাক সিলেটের সম্মন্বয়কারী বিভাষ তরফদার, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এডভোকেট জাকিয়া জালাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সৈয়দ মনির হেলাল, গণজাগরণ মঞ্চের কবি আবিদ ফয়সল, সিলেট ছাত্র যুবকল্যাণ ফেডারেশন এর চেয়ারম্যান এইচ এম আবদুর রহমান, সাংবাদিক দেলোয়ার হোসেন জিলন, বিশ্বনাথ থানা সমিতি সিলেটের সেক্রেটারী শেখ মোহাম্মদ আজাদ, বিশ্বানাথ বার্তা সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল, মানবধিকার কর্মী এডভোকেট ফাতেমা সুলতানা, সিলেট বুদ্ধ সমিতি রামেন্দ্র কুমার বড়ুয়া, ইয়ং এন্ডিং হ্যাঙ্গার সিলেটের ফ্রাসিলিটেটর কামাল আহমদ গাজী প্রমুখ।
মানববন্ধনের ঘোষণাপত্রে বলা হয়, গুলশান ও শোলাকিয়ায় সমন্বিত ও নৃশংস হত্যাকান্ড বাংলাদেশকে জঙ্গিবাদের এক নতুন স্তরে এনে ফেলেছে। এ নিয়ে কোনও প্রকার দ্বিধা-সংশয়, দায় এড়ানো বা দোষারোপের সময় আজ অতিক্রান্ত। এতে বলা হয়, বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদের শেকড় অনেক গভীর। এ থেকে উত্তরণের জন্য সর্বাত্মক ও দীর্ঘমেয়াদী পন্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদ ও জঙ্গিবাদ রোধে সমাজের ভেতর থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য দল মত নির্বিশেষে সকল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তির ইস্পাত কঠিন ঐক্যের কোন বিকল্প নেই।
Design and developed by ওয়েব হোম বিডি