সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : চলমান জঙ্গি তৎপরতা ও অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যালি ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সামসুল আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুছ, অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. তাজ উদ্দিন, অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মস্তাবুর রহমান, সহযোগী অধ্যাপক মো. ফারুক উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. রাশেদ তালুকদার প্রমুখ।
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহিবুল আলম।
ড. জাফর ইকবাল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তারা নিজেরাও জানে- তারা কিছুই করতে পারবে না।
সমাবেশের শুরুতে সম্প্রতি জঙ্গি ও সন্ত্রাসীদের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি