জঙ্গি দমনে সম্পৃক্তদের পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুন ৫, ২০১৬

জঙ্গি দমনে সম্পৃক্তদের পরিবারের নিরাপত্তা বাড়ানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code
14469

সংগৃহীত

Manual6 Ad Code

সুরমা মেইল নিউজ : আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে মানসিকভাবে দুর্বল করতে চট্রগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে (৩২) খুন করা হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (৫ জুন) চট্রগ্রামের সাতকানিয়ায় বিজিবির এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Manual4 Ad Code

মন্ত্রী বলেন, বাবুল আক্তার জঙ্গি দমনে কাজ করতেন। এ জন্য তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তিনি এবং যারা এ বিষয় (জঙ্গি) নিয়ে কাজ করেন তাদের মানসিকভাবে দুর্বল করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করি।

এ হত্যাকান্ডের যারা জঙ্গি দমন নিয়ে কাজ করেন তাদের পরিবারের নিরাপত্তা বাড়ানোর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার পর আমরা এ নিয়ে চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছি।

তিনি বলেন, এ হত্যকাণ্ডের তদন্ত নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে কাজ শুরু করেছে। আশাকরি খুব শিগগিরই এ ঘটনার রহস্য বের হয়ে আসবে।

Manual8 Ad Code

রোববার সকাল ৭টার দিকে নগরীর জিইসি মোড়ে প্রকাশ্যে গুলি করে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করা হয়। তার দুই ছেলে-মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। চাকরিসূত্রে বাবুল আক্তার সপ্তাহখানেক আগে ঢাকায় চলে আসলেও ছেলে-মেয়ের পড়াশোনার জন্য তার স্ত্রী নগরীর জিইসি এলাকার একটি ফ্ল্যাটেই থাকছিলেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code