জঙ্গি শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৬

জঙ্গি শফিউলের আশ্রয়দাতা গ্রেপ্তার

সংগৃহীত

সুরমা মেইল নিউজ : জঙ্গি শফিউলকে আশ্রয়দানকারী বাড়ির মালিক মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ এর একটি দল।

র‌্যাবের পাঠানো বার্তায় জানানো হয়, উত্তরবঙ্গে চাঞ্চল্যকর চারটি হত্যার সঙ্গে জড়িত জেএমবি শফিউল ওরফে আবু মুকাতিল। তাঁকে ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আশ্রয় দেন আনোয়ার।

কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের হামলার ঘটনায় আটক হন শফিউল ইসলাম। সন্দেহভাজন জঙ্গি শফিউল (২০) পঞ্চগড়ের দেবীগঞ্জের গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যায় সরাসরি জড়িত। এ মামলায় আদালতে দেওয়া অভিযোগপত্রে শফিউলের নাম উল্লেখ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com