সিলেট ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : জঙ্গি হামলার গুজব ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, কেউ এ ধরনের গুজব ছড়ালো তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্থানে জঙ্গি হামলার গুজব ছড়িয়ে পড়ে। এতে জনমনে আতঙ্ক দেখা দেয় এবং অনেকেই ঢাকার বিভিন্ন জায়গায় যাওয়া থেকে বিরত থাকেন।
সেই প্রসঙ্গে আছাদুজ্জামান মিয়া বলেন- যারা এসব গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। এই ধরনের গুজব ছড়ানো ফৌজদারি অপরাধ। আমরা তাদেরকে খুঁজে বের করবো এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো।
ডিএমপি কমিশনার বলেন- যারা গুলশান হামলার রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত, প্রশিক্ষণের সঙ্গে জড়িত, অর্থ দেয়ার সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করছি। মামলা তদন্তাধীন আছে। এই ব্যাপারে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।
যেকোনো ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
Design and developed by ওয়েব হোম বিডি