সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, জনগণের কল্যাণে আপনাদের আরও নিবেদিত হয়ে কাজ করতে হবে। আপনাদের উদ্দেশ্য ও লক্ষ্য হবে দুষ্টের দমন ও শিষ্টের পালন। পাশাপাশি প্রতিটি পুলিশ সদস্যকে জনগণের বন্ধু হয়ে থাকতে হবে।
আজ বৃহস্পতিবার পুলিশ সপ্তাহ-২০১৬’ উপলক্ষে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
পুলিশের হাতে সম্প্রতি দুই সরকারি কর্মকর্তা নির্যাতিত হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই রাষ্ট্রপতির এই তাগিদ এলো।
তিনি বলেন, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান দায়িত্ব পালনকালে কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। পুলিশের প্রতি যেন জনগণের আস্থা থাকে, আর পুলিশও যাতে সেই অবস্থানে পৌঁছাতে পারে।
এ সময় প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ ছাড়া আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশকে আরো দৃঢ়ভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি