জনগণের স্বার্থ বিবেচনায় রেখে সরকারকে পদক্ষেপ নিতে হবে : মান্না

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

জনগণের স্বার্থ বিবেচনায় রেখে সরকারকে পদক্ষেপ নিতে হবে : মান্না

সুরমা মেইল ডেস্ক :: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, গ্যাসের দাম বাড়ানো হলে কলকারখানা বন্ধসহ বেড়ে যাবে পরিবহন ভাড়া। তাই জনগণের স্বার্থ বিবেচনায় রেখে সরকারকে পদক্ষেপ নিতে হবে। তাছাড়া এক বছরের মধ্যে দফায় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি শুধু অযৌক্তিকই নয়, নৈতিকতা বিরোধী।

সরকারের অনৈতিক, অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, গ্যাসের মূল্যবৃদ্ধি হলে অর্থনৈতিক সকল সেক্টর দারুন বিপর্যয়ের মধ্যে পড়বে। তাই অবিলম্বে সরকারকে গ্যাসের দাম পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটির উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাসের এই অমানবিক মূল্যবৃদ্ধি দেশের ১৭ কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। তাই জনগণকে জিম্মি করে গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com