জনগণ পুলিশের সঙ্গে কাজ করতে চায় : আইজিপি

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

জনগণ পুলিশের সঙ্গে কাজ করতে চায় : আইজিপি

images

সুরমা মেইল নিউজ : পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলায় জনগণ ও পুলিশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণ পুলিশের সঙ্গে কাজ করতে চায়। আমরা তাদের সেই ইচ্ছাকে কাজে লাগাতে চাই। তাই কমিউিনিটি পুলিশিং জোরদার করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা’ শীর্ষক অনুষ্ঠানে আইজপি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, উন্মুক্ত স্থানে বিকেল ৫টার পর পহেলা বৈশাখের কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে মিলনায়তন বা বাসার ভেতরে কোনো অনুষ্ঠান হলে তা বিকেল ৫টার পরও চলতে পারে। পুলিশকে জানানো হলে সেখানে নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com