জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৫

জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতির হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

peoe

সুরমা মেইলঃ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন “আবহমানকাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্ব বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। সমাজে বিদ্যমান ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তা জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে কাজে লাগানোর জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।।”

 

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com