জমে উটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

জমে উটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

bangladesh-t20-stadium-370x260
সুরমা মেইর নিউজ : দীর্ঘ দু’বছর কোনো ম্যাচ হয়নি সিলেটে। তবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে আবার আন্তর্জাতিক ম্যাচে পা-রাখলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। দুই বছর সংস্কার কাজের জন্য কোন ম্যাচ আয়োজন করতে পারেনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এর আগে ২০১৪ সালে টি-টোয়েটি বিশ্বকাপে মেয়েদের বিভাগের ২৮টি ম্যাচ ও ছেলেদের বিভাগের ৬টি ম্যাচ আয়োজন করে। বর্তমানে দেশের সর্বাধিক উন্নত ড্রেনেজ সিস্টেম এ স্টেডিয়ামে বৃষ্টি থামার মাত্র এক ঘন্টার ভিতরে খেলা শুরু করা যাবে। স্টেডিয়ামের উইকেট পাথর দিয়ে তৈরি করা হয়েছে ফলে পেস বলার সহায়ক হয়েছে স্টেডিয়ামের উইকেট। বর্তমানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যে কোন ধরনের সিরিজ ও টুর্নামেন্ট আয়োজন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com