সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০১৫
সোমবার রাতে ২০১৫ সালের জন্য ওয়ানডেতে সেরা পাঁচ দলের ম্যাচ জয়ের পারসেনটেনস বিষয়ক একটা তালিকা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। সেই তালিকা থেকে ওঠে আসে এই তথ্য। ওই তালিকার প্রথম স্থানটি দখল করে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারপরেই রয়েছে বাংলাদেশ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত।
আইসিসির ওই তালিকা অনুযায়ী পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ম্যাচ জয়ের পারসেনটেনস ৮৩.৩৩ ভাগ। দ্বিতীয় স্থানে ওঠে আসা বাংলাদেশের সেই হার ৭০.৫৮ ভাগ। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের ম্যাচ জয়ের শতকরা হার যথাক্রমে ৬৭.৮৫, ৬২.৫০ ও ৫৯.০৯ ভাগ।
২০১৫ সালে অস্ট্রেলিয়া একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে মোট ১৯টি। বাংলাদেশ খেলেছে ১৭টি।অন্যদিকে নিউজিল্যান্ড, আফ্রিকা ও ভারত খেলেছে যথাক্রমে ২৯, ২৪ ও ২৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ। দিন দিন টাইগারদের অর্জন যেভাবে প্রসারিত হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে লাল সবুজ জার্সিধারীদের দুর্দান্ত প্রতাপের এ পথচলা কোন পর্যায়ে পৌঁছে সেইটা দেখার জন্যই এখন অপেক্ষা।
Design and developed by ওয়েব হোম বিডি