সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৫
সুরমা মেইলঃ আজ দুপুর ০১:৩০ দিকে খাদিমনগরে বাসের ধাক্কায় জহিরিয়া এম ইউ উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রী মর্মান্তিক ভাবে আহত হয়।
বর্তমানে সে ওসামানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্তায় রয়েছে।
আহত মাহিয়া ইসলাম রেমি (১৫) ঐ স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী।
স্কুল সুত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পাড়ি দেওয়ার সময় সিলেট নগরীর উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারস্থ এক স্কুলছাত্রীকে ধাক্কা দিয়ে চলে যায়। এ ঘটনার পর পীরের বাজার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার লোকজন ঐক্য বদ্ধ হয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে ৪নং খাদিমপাড়া ইউ/পি চেয়ারম্যান নজরুল ইসলাম বিলালসহ শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতা ও শিক্ষার্থীদের শান্ত করে। পরে অবরোধ তুলে নিলে পুনরায় সিলেট-তামাবিল সড়কে যান চলাচল শুরু হয়।
Design and developed by ওয়েব হোম বিডি