জাতির পিতাকে কোন রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না-সৈয়দ আশরাফুল ইসলাম

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৫

জাতির পিতাকে কোন রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না-সৈয়দ আশরাফুল ইসলাম

14-dal5

সুরমা মেইলঃ জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আমরা জাতির পিতাকে কোন রাজনৈতিক দলের গণ্ডিতে সীমাবদ্ধ রাখতে চাই না।

বুধবার দুপুরে (৯ সেপ্টেম্বর ) জাতীয় শোক দিবসের ৪০ দিনব্যাপী কর্মসূচির সমাপনী দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিলন হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমি চাই একদিন আমার পাশে বিএনপি, কমিউনিস্ট পাটি, জাতীয় পার্টির সাধারণ সম্পাদকরাও এক সঙ্গে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অপর্ণ করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক কামরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com