জাতি জানুক, বিচার বিভাগ কতো কঠোর হতে পারে

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৬

জাতি জানুক, বিচার বিভাগ কতো কঠোর হতে পারে

1451660059

সুরমা মেইল নিউজ : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন,  জাতি জানুক, সর্বোচ্চ আদালত কতো কঠোর হতে পারে। সারা জাতিকে বার্তা দেয়ার জন্যই আদালত অবমাননা মামলায় সরকাররে দুই মন্ত্রীকে তলব করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না হয়। রোববার সকালে আদালত অবমাননার অভিযোগে দুই মন্ত্রীকে দোষী সাব্যস্ত করার আগে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এস কে সিনহা বলেন, সর্বোচ্চ আদালতের সকল বিচারক পুঙ্খানুপুঙ্খভাবে তাদের বক্তব্য পর্যালোচনা করে এবং নিজেদের বিষয়ে আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করেছি।

তিনি বলেন, গত ৫ মার্চ দুই মন্ত্রী যে বক্তব্য রেখেছেন তাদের সঙ্গে অনেকের নাম এসেছে। সময়মতো সবকিছু প্রকাশ হয়ে যাবে।সর্বোচ্চ আদালত তার কর্তৃত্ব ও মর্যাদা বজায় রাখতে কখনো মাথা নত করেনি এবং ভবিষ্যতেও  মিথ্যার কাছে না।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com