জাতীয় ঐক্য না হলে দেশের সর্বনাশ : কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

জাতীয় ঐক্য না হলে দেশের সর্বনাশ : কাদের সিদ্দিকী

1445796231

সুরমা মেইল নিউজ : বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, প্রকৃত জাতীয় ঐক্য না হলে দেশের সর্বনাশ হবে। এজন্য এখন মান অভিমান ত্যাগ করে সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কেউ বাধা না হয়ে সহায়ক হওয়া উচিত। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গোলটেবিল আলোচনায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশের আকাশ বাতাস তরুলতা সব কিছুই আজ জাতীয় ঐক্য চায়। মুক্তিযুদ্ধের মতো ঐক্য চাচ্ছে। ১৯৬৯ সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। সে সংগ্রাম পরিষদে সেসময় মুসলিম লীগ, নেজামী ইসলামী এমনকি জামায়াতে ইসলামীও ছিল।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com