জাতীয় জীবনের একটি কালো অধ্যায় ‘বিডিআর বিদ্রোহ’ : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৬

জাতীয় জীবনের একটি কালো অধ্যায় ‘বিডিআর বিদ্রোহ’ : প্রধানমন্ত্রী

সুরমা মেইল ডেস্ক :: বিডিআর বিদ্রোহকে জাতীয় জীবনের একটি কালো অধ্যায় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সীমান্তরক্ষী বাহিনী।

মঙ্গলবার সকালে বিজিবি দিবসে পিলখানায় কুচকাওয়াজ পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহকে জাতীয় জীবনের একটি কালো অধ্যায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বিজিবি এখন একটি আধুনিক, গতিশীল ও পরিশীলিত বাহিনী।

তিনি বলেন, বিজিবিতে এখন শৃঙ্খলা ফিরে এসেছে। দেশের সীমান্ত ও আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকা অতন্দ্র প্রহরীর মতো।জাতীয় জীবনে বিজিবি সদস্যদের বিশ্বস্ততা পরীক্ষিত মন্তব্য করে সীমান্ত ও জানমাল রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসাও করেন প্রধানমন্ত্রী।

বিজিবির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। তিনি আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে ২০১৬ সালে বিভিন্ন কর্মকাণ্ডে বীরত্বপূর্ণ অবদান রাখায়, চারটি ক্যাটাগরিতে ৫৭ জন বিজিবি সদস্যের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com