সিলেট ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ৮, ২০২৫
হামজা চৌধুরী, সামিত সোম ও কিউবা মিচেল। ছবি : সংগৃহীত
এম,এ আহমদ আজাদ :
সিলেটের প্রবাসী ফুটবলারদের নিয়ে ব্যাপক উম্মাদণা চলছে। সর্বত্র এখন ফুটবল নিয়ে আলোচনা। গ্রাম থেকে পাড়া, বাজার চয়ের স্টলগুলোতে ফুটবল বন্ধনা চলছে। বিশ্লেষণ করা হচ্ছে কার কোন আত্মীয় আগামিতে জাতীয় দলে খেলতে আসছেন। এ আলোচনায় বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ এগিয়ে রয়েছে। বিশেষ করে লন্ডন প্রবাসী বেশির ভাগই সিলেটের ফুটবলার বলে জানা গেছে।
জাতীয় দলটি আগামিতে সিলেটি ফুটবলারদের মেলা বসছে। আগামী জুনের ট্রায়ালের আগেই ৪জন জাতীয় সংযুক্ত হচ্ছেন। তার মধ্যে অন্যতম হলেন হামজা দেওয়ান চৌধুরী, কিউবা মিচেল, সামিত সোম ও অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের আব্দুল কাদের সংযুক্ত হয়েছেন। বাকিরা পাইপ লাইনে রয়েছেন।
এখন পর্যন্ত প্রাথমিক ভাবে জানা গেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেতে আসছেন আরও ১০ জন সিলেটের প্রবাসী ফুটবলার। বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের হামজা চৌধুরী ইতিমধ্যে জাতীয় দলে অভিষেক হয়েছে। তার বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে।
কানাডিয়ান ফুটবলার সামিত সোমও জাতীয় দলে অভিষেক হচ্ছে শিগরিই তিনি ইতিমধ্যে ফিফার প্লেয়ার্স স্ট্যাট্রাস কমিটির অনুমোদন পেয়েছেন।
কানাডিয়ান বাংলাদেশি বংশদ্ভূত ফুটবলার সামিত সোমের বাড়ি মৌলভী বাজারের শ্রীমঙ্গলের দক্ষিন উত্তর সুর গ্রামে।
ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইংলিশ লীগের ২য় বিভাগেরর সান্ডারল্যান্ডের খেলোয়াড় কিউবা মিচেল আসছেন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে রাজনগরে বলে জানা গেছে। আরও একজন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন। ইতালি প্রবাসী আব্দুল কাদির তার বাড়ির সিলেটের বিয়ানীবাজার।
এছাড়া জুনের ট্রায়ালে আসার কথা রয়েছে ইংল্যান্ড প্রবাসী ফুটবলার সিলেটের সামির মিয়া, ইংল্যান্ডের লেস্টারসিটির একাডেমির খেলোয়াড় হবিগঞ্জের নবীগঞ্জের জাকারিয়া চৌধুরী ও আরেকজন প্রবাসী কারিম হাসান স্মিথ। করিম বর্তমানে খেলছেন ব্র্যাডফোর্ড পার্ক এভিনিউ ক্লাবের সিনিয়র দলে খেলছেন।
এছাড়া ইংল্যান্ডের, বাংলার নেইমার খ্যাত ইমান আলম তার বাড়ি সিলেটের বিয়ানী বাজার, আরও আছেন আশিকুর রহমান, তানিম সালিক, হারুন সালাহ, রিজওয়ান হুসাইন, আরিয়ান আমির, সামির আলী। তাদের পূর্বসূরী হিসেবে সিলেটের ফুটবলার এখন রয়েছেন সাদ উদ্দিন, মাহবুবুর রহমান সুফিল, বিপলু আহমেদ, মাশুক মিয়া জনি, তাজ উদ্দিন ও মতিন মিয়া গংরা।
এছাড়া প্রবাসী ফুটবলার আসছেন নাবিদ আহমেদ, ফ্রান্সের ফারহান মাহমুদ, রিফাত খান, যুক্তরাষ্ট্র প্রবাসী আমির সামি, কাতার প্রবাসী নাবিল রহমান, লন্ডনের ইবাহিম নেওয়াজ, শেখ আল আমিন ও অস্ট্রেলিয়ার সৈয়দ তায়সির আলমসহ অনেকেই বাংলাদেশে ট্রায়াল দিতে আসবেন এদের বাড়ি সিলেটের বিভিন্ন এলাকায় বলে জানাগেছে।
সিলেটের হামজা চৌধুরীকে বাংলাদেশে খেলতে আসা দেখে পৃথিবীর ভিন্ন প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের প্রতি আগ্রহ বেড়েছে। তারাও লাল সবুজ রংয়ের জার্সিতে খেলতে আসছেন।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি