জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন মঙ্গলবার

প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৫

জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন মঙ্গলবার

 

সুরমা মেইলঃ মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হবে জাতীয় সংসদের সপ্তম অধিব্শেন। এর আগে বিকাল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘নিয়ম রক্ষার’ এই অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে।

এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সপ্তম অধিবেশনে উত্থাপনের জন্য রোববার পর্যন্ত সংসদ সচিবালয়ে পাঁচটি বিল জমা পড়েছে। ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল-২০১৫’, ‘ট্রেডমার্ক (সংশোধন) বিল-২০১৫’, ‘বৈদেশিক অনুদান (সেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন বিল-২০১৫’, ‘পোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫,’ ‘দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল-২০১৫’।

এছাড়া ‘বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল বিল-২০১৫’ এবং ‘উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫’ সংসদে উত্থাপনের অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com