জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৪

জাদুকাটায় সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি-আনার জব্দ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
জাদুকাটায় নৌপথে সাড়ে ১৪ লাখ টাকার ভারতীয় চিনি ও আনারের চালান জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

 

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জব্দ তালিকা শেষে সিলেট সেক্টরের ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

 

বিজিবি অধিনায়ক আরও জানান, ব্যাটালিয়নের তাহিরপুরের লাউরগড় বিওপির একটি বিশেষ টহল দল বুধবার সকালে সীমান্ত নদী জাদুকাটার নৌপথে অভিযান চালায়।

 

অভিযানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশোরগঞ্জের ভৈরবগামী একটি ইঞ্জিনচালিত ট্রলারে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে নিয়ে আসা ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি আনার জব্দ করে বিজিবি। জব্দকৃত চিনি ও আনারের সরকারি মূল্য প্রায় ১৪ লাখ টাকা।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com