জাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর চুরি, আটক ৩

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

জাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর চুরি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ :
জাদুকাটা নদীর পাড় (তীর) কেটে খনিজ বালি পাথর চুরির সময় তিন জনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

 

আটককৃতরা হলো- উপজেলার মো. আনজু মিয়া, ছিদ্দিক মিয়া, হানিফ মিয়া ।

 

বুধবার (১২ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা প্রশাসনের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

 

মিডিয়া সেল জানায়, তাহিরপুরের প্রবাহমান সীমান্তনদী জাদুকাটার নদীর বড়টেক, নির্মাণাধীন জাদুকাটা সেতু সংলগ্ন, রাজারগাঁও অদ্বৈত প্রভুর আখড়া বাড়ি (মন্দির) সংলগ্ন, জামাইল্যার চর এলাকায় নদীর পাড় (তীর) কেটে মঙ্গলবার (১১ জানুয়ারি) খনিজ বালু-পাথর চুরি করে নিয়ে যাবার সময় ভ্রাম্যমান আদালত ওই তিন জনকে আটক করেন।

 

এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক সময় ওই তিন জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com