সুরমা মেইলঃরংপুরে জাপানের নগরিককে হোসো কোমিও হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, শনিবার সকালে রংপুর সদরের আলুটারী এলাকায় ওই হত্যাকাণ্ডের পর দুপুরে চারজনকে আটক করা হয়।
ওসি জানান, জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়া চারজন হলেন- মুরাদ, রিকশা চালক মুন্নাফ মিয়া, হিরা ও জাকারিয়া। এর মধ্যে মুন্নাফের রিকশায় যাচ্ছিলেন কোমিও। আর হিরার সঙ্গে তিনি ব্যবসা করতেন। এবং জাকারিয়ার বাসায় ভাড়া থাকতেন তিনি।
এর আগে সকাল ৯টার দিকে রংপুর সদরের আলুটার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন হোসো কোমিও (৬৫)।
পুলিশ জানায়, শনিবার সকাল ৯টার দিকে রংপুর সদরের আলুটারী এলাকায় রিকশায় যাওয়ার পথে দুই থেকে তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে কোমিওকে গুলি করে। উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক জাকির হোসেন সমকালকে জানান, ওই ব্যক্তির বুকে তিনটি গুলিবিদ্ধ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।