জাপানি এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে ৪১

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

জাপানি এনসেফ্যালাইটিসে মৃত বেড়ে ৪১

downloadআন্তর্জাতিক ডেস্ক :: জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে ওড়িশায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। মৃতের তালিকায় নতুন করে যোগ হয়েছে দুই শিশুর নাম। তারা ওড়িশার মালকানগিরির বাসিন্দা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে দুই স্বাস্থ্যকর্মীকেও।

অসমর্থিত সূত্রে খবর, জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে এই রাজ্যে মৃতের সংখ্যা বর্তমানে ৪৪।

মালকানগিরি জেলার অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক (ADMO) কল্যাণ সরকার জানিয়েছেন, জেলা সদর হাসপাতালে দুই শিশুর চিকিৎসা চলছিল। তাদের বাঁচানো যায়নি। একই সমস্যা নিয়ে নতুন করে আরো ২০ জন ভর্তি হয়েছে হাসপাতালে।

জাপানি এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে মোট ১৩৭ জনকে।

এক পদস্থ স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আসছেন তাদের বেশিরভাগেরই অবস্থা সঙ্কটজনক। সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃতের সংখ্যা বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com