জাফলংএ এমপি ইমরান যখন ভিআইপি গাড়ি নিয়ে ডুবে যাচ্ছেন…

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

জাফলংএ এমপি ইমরান যখন ভিআইপি গাড়ি নিয়ে ডুবে যাচ্ছেন…

we-106

সুরমা মেইল নিউজ : সিলেটের কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট আসনের এমপি ইমরান আহমদ। কিন্তু তার নির্বাচনী এলাকার এ করুণ দশা কেন? পর্যটন কেন্দ্র জাফলংয়ে যাতায়াতের এক মাত্র রাস্তা এই মামার দোকান হালকা বৃষ্টিতেই তলিয়ে যায়। এমপি ইমরান যখন ভিআইপি গাড়ি নিয়ে ডুবে যাচ্ছেন, সাধারণ মানুশ তো আরও আগে বাসবে। এই পানির জন্য ভুগান্তিতে পড়েন জাফলংয়ে আগত পর্যটক, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ জনগন।

মানুষের চলাচল অনুপযোগি সড়ক হলো সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ক। নরক যন্ত্রণা অনুভব ছাড়া এ পথে কেউ চলাচল করতে চাইবে না। যারা করছে, তারা এক রকম বিপদে পড়ে। অধিকারহীন মানুষ হয়ে। তাদের দুঃখ, দুদর্শা যেনো দেখার কেউ নেই। তবে তিনি নির্বাচনী এলাকার আরেকটি সড়ক পরিদর্শনে গিয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com