জাফলংয়ে তরূন প্রজন্মের শীত বস্ত্র বিতরন

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৬

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: জাফলংয়ে বিজয় দিবস উদযাপন উপলক্ষে মোহাম্মদপুর তরুন প্রজন্মের উদ্যোগে অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি হোসাইন ইসহাক’র সভাপতিত্বে ও মোহাম্মদপুর তরুন প্রজন্মের সাধারন সম্পাদক ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম স্বপন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যন আব্দুল কাদির, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, জাফলং বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, ছাত্রনেতা মিজানুর রহমার হেলোয়ার, গুচ্ছগ্রাম সীমান্ত যুব সংঘের সভাপতি আব্দুল মান্নান, দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি শাহ আলম, জাফলং ট্রাক চালক সমিতির সম্পাদক ইয়াছিন মিয়া, যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন, জৈন্তাপুর-জাফলং মটর মেকানিকস সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাবেক সহ সভাপতি নুর মিয়া প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com