জাফলংয়ে পর্যটকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৪

জাফলংয়ে পর্যটকের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি :
সিলেটের জাফলংয়ে গোসল করতে নেমে নদীর পানিতে ডুবে জাওয়াত আহমেদ (২৫) নামের এক পর্যটক নিহত হয়েছেন।

 

শনিবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আহমেদ জাওয়াদ ময়মনসিংহ জেলা শহরের নাহার রোডের ডা. আফতাব উদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাওয়াত আহমদসহ কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝর্ণা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে সে স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

(সুরমামেইল/এমএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com