সিলেট ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে হাওরের বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করেছেন উপজেলার হাওর পাড়ের সচেতন নাগরিক কমিঠি।
রবিবার দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী জামালগঞ্জ পরিষদ গেইটের সামনে কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি, স্থাানীয় সাংবাদিক প্রতিনিধি ও সুশিল সমাজের প্রতিনিধিবৃন্ধ এই কর্মসূচীতে অংশ গ্রহণ করেনে।
জামালগঞ্জ উপজেলার হাওর পাড়ের সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাচাও শ্লোগানে জামালগঞ্জের সব ক’টি হাওরের বেড়িবাঁধ দ্রুত সম্পন্ন করার দাবীতে মানব বন্ধন পালিত হয়। কর্মসূচীতে অংশ নেন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, আজাদ হোসেন বাবলু, হালির হাওর পাড়ের কৃষক প্রতিনিধি সবর আলী, সাংবাদিক প্রতিনিধি জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, জাকির হোসেন, আলী আমজদ, সমাজকর্মী ইকবাল আল আজাদ, বিমল দে, আবু তাহের, তোফাজ্জল হোসেন, আবুল কাশেম আখঞ্জি, নূরুল আমিন, মানিক মিয়া, আনোয়ার হোসেন, লিমন প্রমুখ।
বক্তারা বলেন, ১৪ ডিসেম্বর বাঁধ নির্মানের কাজ শুরু করে ২৮ ফেব্রেুয়ারী শেষ করার কথা ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র চরম দুনীতির ও পিআইসি কমিটির অবহেলার কারণে এখনো অধিকাংশ বাাঁধের কাজ শুরুই হয়নি। এ কারনে হাওরের ফসল আগাম বন্যায় তলিয়ে গেলে দায় ভার পাউবো ও পিআইসি কমিটি বহন করতে হবে। হাওরের কৃষকদের জীবন রক্ষাকারী ফসল নিয়ে চিনিমিনি করার অধিকার কারো নেই। অনতি বিলম্বে জামালগঞ্জের সকল বাঁধ নির্মান দ্রুত সম্পন্ন করার জোর দাবী জানান। অন্যতায় উপজেলা কৃষকদের নিয়ে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।
মানববন্ধন শেষে উপজেলার নির্বাহী কর্মকর্তাকে হাওরের নাজুক অবস্থার কথা অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্তী পাউবোর কর্মকর্তা ও পিআইসি কমিটির কে দ্রুত ঠেকসই বাঁধ নির্মানে জন্য তদারকীর আশ্বস প্রদান করেন।
Design and developed by ওয়েব হোম বিডি