জামালগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

জামালগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ মে) রাতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের এ ঘটনা ঘটে।

 

নিহত নুর মিয়া জামালগঞ্জ উত্তর ইউনিয়নের কামলাবাজ গ্রামের মৃত সুলতু মিয়ার ছোট ছেলে।



আটককৃতরা হলেন- উত্তর কামলাবাজ (ধানুয়াখালী) গ্রামের মো. তাজুল ইসলামের মেয়ে মোছা. তহুরা বেগম (২৭), মৃত সলতু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৪৮), তাজুল ইসলামের ছেলে আলী আক্কাস (২২) ও মাঝহাটি (চাঁনপুর) গ্রামের দুদু মিয়ার ছেলে আলমগীর (৩২)।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে নুর মিয়ার সঙ্গে বড় ভাই তাজুল ইসলামের স্ত্রী ও মেয়ের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই তাজুল ইসলাম তার ছোট ভাই নূর মিয়াকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় নুর মিয়াকে রাতেই জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করেছে।

 

জামালগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সৌরভ দাস জানান, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আসামিদের আটক করতে অভিযান চলছে।

 

(সুরমামেইল/জেএফএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com