জামালগঞ্জে ২৪ জুয়াড়ি আটক, কারাদণ্ড

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৬

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে ২৪ জন জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রামনগর বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করে পুলিশ।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে সব জুয়াড়িকে জামালগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

আটককৃত জুয়াড়িরা হলেন, উপজেলার সাচনা বাজার ইউনিয়নের শুকদেবপুর গ্রামের আবদুর রহমানের ছেলে কবির উদ্দিন, মোয়াজ্জেম হোসেনের ছেলে জসিম উদ্দিন, ইন্তাজ আলীর ছেলে আঃ করিম, ইসলাম উদ্দিনের ছেলে তারা মিয়া, ছলিম উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম, রামনগর গ্রামের আবদুল মান্নানের মশিউর রহমান, আলকাছ উদ্দিনের ছেলে রইছ উদ্দিন, আবদুর রউফের ছেলে কাউসার, আলকাছ মিয়ার ছেলে হারিস উদ্দিন, কিতাব আলীর ছেলে ইব্রাহিম, ইসরাইলের ছেলে সাদেক আলী, ইসলাম উদ্দিনের ছেলে আনোয়ার মিয়া, এখলাছুর রহমানের ছেলে কবির উদ্দিন, মফিজ আলীর ছেলে আজির উদ্দিন, আবদুল কাদিরের ছেলে আমির উদ্দিন, নজরুল ইসলামের পুত্র সেলিম আহমদ, কুতুব আলীর ছেলে আবুল কালাম, রমিজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আজিজুল হকের ছেলে এমরান মিয়া, কুরবান আলীর নূরুজ্জামান, সোনা মিয়ার ছেলে মাসুক মিয়া, রেজাউল করিমের ছালেহ আহমদ, সুজাতপুর গ্রামের তফজ্জুল আলীর ছেলে রুহুল আমিন, শরীফপুর গ্রামের ফিরিজ আলীর ছেলে নূরুজ্জামান আটককৃত ২৪ জনের মধ্যে ২৩ জনের প্রত্যেককে ১০ দিন করে ও ১ জুয়াড়ি পলায়নের চেষ্টা করলে তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে নেতৃত্বে দেন জামালগঞ্জ থানার ওসি তদন্ত নির্মল চন্দ্র দেব। এসময় এসআই জয়নাল আবেদীন, ওয়াহিদুর রহমান, আরিফ রব্বানী, জয়নাল আবেদীনসহ থানার ২০ জনের অধিক ফোর্স।

পরে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৪ জুয়াড়িকে সাজা প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসূন কুমার চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com