সিলেট ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৫
সুরমামেইল ডেস্ক :
জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের করগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী আরিফুল ইসলাম, আলম মিয়া মিলিটারি, আব্দুল করিম ও এনাম ফকির। আহত আমজাদ ফকির হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশাটি টাঙ্গাইল থেকে জামালপুরের দিকে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। ট্রাকটি জামালপুর থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, ট্রাকটি পালিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া চলছে।
জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
(সুরমামেইল/এফএ)
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি