জামায়াতকে গালি দেয়া ছিল তাদের ভণ্ডামি : শফিকুর রহমান

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

জামায়াতকে গালি দেয়া ছিল তাদের ভণ্ডামি : শফিকুর রহমান

সুনামগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে গালি দিত তারা এখন পালিয়েছে। তাদের ওসব গালি দেয়া ছিল ভণ্ডামি।

 

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের পৌর শহরে সরকারি জুবলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে এ কথা বলেন জামায়াত আমির।

 

ডা. শফিকুর রহমান বলেন, আমরা হত্যার (জুলাই গণহত্যা) বিচার চাই, প্রতিশোধ নেয়ার জন্য নয়, মানুষ ও সমাজকে কলঙ্কমুক্ত করতে। আমাদের দলকে নিষিদ্ধ করেছে কোনো লাভ নেই, আমরা আছি, থাকব।

 

জামায়াতের আমির আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, যারা বিগত ১৫ বছর দাপিয়ে বেড়িয়েছেন আর কিছু হলেই আমাদের বিনা ভিসায় ওমুক দেশে তমুক দেশে পাঠিয়ে দিত, তারাই এখন এই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে গেছেন। আমাদের বিভিন্নভাবে গালি দেয়া ছিল সব ভণ্ডামি।

 

যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে মন্তব্য করে সম্মেলনের প্রধান অতিথি জামায়াত আমির বলেন, সুপ্রিম কোর্টের এক সম্মানীত বিচারপতি জঙ্গলে কলাপাতার বিছানায় শুয়ে ছিলেন। তার তো বিছানার অভাব ছিল না। তার সৎসাহস ও সতত্যার অভাব ছিল, মানবতার অভাব ছিল, সুবিচার দেয়ার অভাব ছিল।

 

দখলবাজি, চাঁদাবাজি, মামলাবাজির বিষয়ে নেতাকর্মীদের হুঁশিয়ার করে জামায়াত আমির বলেন, আমাদের সংবিধানে যা আছে সেখানে আমার যে অধিকার আমার অপর ভাইয়ের সমান অধিকার। এখানে মেজরটি মাইনরিটি বলে কিছুই নেই।

 

জনগণ তার দলকে দায়িত্ব দিলে তারা শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দেবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষা দেয়া হবে, যে শিক্ষায় কোনো বৈষম্য থাকবে না। উন্নয়নবঞ্চিত জেলা-উপজেলায়র যোগাযোগ ব্যবস্থায় দুরবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে গুরুত্ব দিতে হবে।

 

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অ্যাডভোকেট, ঢাকা মহানগর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির প্রমুখ।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com