জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে

downloadসুরমা মেইল ডেস্ক :: বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ১২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন জামায়াতের নেতাকর্মীরা।

জামিনের শুনানি শেষে বিচারক নজরুল ইসলাম জামিনের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদের মধ্যে রয়েছেন- উল্লাপাড়া উপজেলার দুর্গা নগর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হাসান ইমাম, সহ-সভাপতি মেলকান হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, ৭নং ওয়ার্ডের সভাপতি লাল চাঁন শেখ, ৮নং ওয়ার্ডের শিহাব হোসেন, জামায়াতকর্মী আব্বাস, আজম, বেলাল হোসেন, হেলাল উদ্দিন, জুবায়ের হোসেন প্রমুখ।

সিরাজগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ইন্সপেক্টর মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com