সিলেট ৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৬
স্পোর্টস ডেস্ক : জিতে গেলো বাংলাদেশ। গতকাল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছেন মাশরাফি বাহিনীরা। টাইগাররা জয় পাওয়ার পর পরই বুধবার রাত ১১টার দিকে সিলেট নগরী জুড়ে বের হয় আনন্দ মিছিল। এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসে এক আনন্দ র্যালী পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় অধ্যাপক জাফর ইকবালসহ স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হকসহ তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জিতলেই ফাইনাল, এরকম এক সমীকরণের মুখে দাঁড়িয়ে মাশরাফি-মাহমুদুল্লাহরা বাংলাদেশকে ৫ উইকেটের এক দুর্দমনীয় জয় এনে দিয়েছেন। পাকিস্তানিদের বিপক্ষে এই অসামান্য জয়ের পর উৎসবের নগরী হয়ে ওঠে গোটা সিলেট। সিলেট নগরীর জিন্দাবাজার, জল্লারপাড়, আম্বরখানা, পুরানলেন, বন্দরবাজারসহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে রাজপথে জনতার ¯্রােত নামে। একইসঙ্গে চলতে থাকে স্লোগান ‘সাবাশ বাংলাদেশ!’।
একে তো গত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানের হারের মধুর প্রতিশোধ, তারওপর ফাইনাল নিশ্চিত হওয়ায় ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাস ছিল অনেক বেশি। এই উচ্ছ্বাস ফাইনালের পরও বজায় থাকবে, এমনটা সবাই চায়!
Design and developed by ওয়েব হোম বিডি