জিন্দাবাজারে নারী চোরচক্রের লিডার মেয়েসহ আটক কমলা

প্রকাশিত: ৬:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

জিন্দাবাজারে নারী চোরচক্রের লিডার মেয়েসহ আটক কমলা

download (7)

সুরমা মেইল নিউজ : সিলেটের নারী চোরচক্রের শেলটার দাতা কমলা ও তার মেয়েকে চুরি করার সময় হাতেনাতে ধরে গনধুলাই দিয়ে পুলিশে সোর্পদ করা হয়েছে। নগরীর জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা কমলা ও তার মেয়েকে আটক করা হয়। কয়েক দিন আগে একই মার্কেট থেকে আরও তিন নারী চোরকে আটক করা হয়েছে। নারী চোরচক্রের লিডার কমলা বর্তমানে আখালিয়ার গুয়াবাড়ি এলাকায় বসবাস করছে।

জানা যায়- সোমবার বিকেলে শুকরিয়া মার্কেটে চুরি করতে যায় কমলা ও তার মেয়ে। ওই সময় হাতেনাতে ধরা পড়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে ধরে নিয়ে যায়।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ জানান- চুরির অভিযোগে কমলা ও তার মেয়েকে আটক করা হয়েছে। তারা বর্তমানে থানা হাজতে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com