সিলেট ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর জিন্দাবাজারে মুক্তিযোদ্ধা সংসদের জায়গা দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। এদিকে, জায়গা দখলে বাধা দেওয়ায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইরশাদ আলীকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ ওঠেছে। এসময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইরশাদ আলী বলেন, সকাল ৯টার দিকে আমি মুক্তিযোদ্ধা সংসদে আসি। এসময় সংসদের সামনে মুক্তিযোদ্ধা গলির ভেতর বেশ কয়েকজন যুবককে ঘর বানাতে দেখে আমি বাধা দেই। ওরা কয়েকজন যুবক নিজেদের যুবলীগ ও ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দেয়। তারা আমাকে লাঞ্ছিতও করে।
পরে ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। তারা এসে যুবকদের কাজ থামিয়ে দেয়। পরে বেলা দেড়টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে আসেন।
এসময় মুক্তিযোদ্ধা সংসদের গলির ভেতর ওই জায়গার মালিকানা দাবি করা মুক্তিযোদ্ধা সংসদ, ধোপাদিঘীরপাড় এলাকার এমএম আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ কোরেশী এবং লালাবাজার পুলেরপার এলাকার হাজী হারিছ মিয়ার ছেলে মো. জাহেদ আহমদকে নিজ নিজ কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের কাছে যাওয়া নির্দেশনা দেয়া হয়।
এ বিষয়ে কাওসার আহমদ কোরেশী বলেন, ২০১৪ সালে ভার্থখলার মো. আবদুল লতিফ চৌধুরীর কাছ থেকে ওই ৪ শতক ৫৩ পয়েন্ট জায়গা আমরা খরিদ করি। আমাদের কাছে বৈধ কাগজপত্র রয়েছে।
এ ব্যাপারে নগরীর বন্দরবাজার ফাঁড়ির এসআই কামাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখতে পাই কয়েকজন যুবক ঘর তৈরী করছে। তবে মুক্তিযোদ্ধা সংসদের দাবির প্রেক্ষিতে আমরা ওই যুবকদের ঘর তৈরী করতে নিষেধ করি। পরে উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থলে এসে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে জেলা প্রশাসকের সাথে দেখা করতে বলেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি