জিপিএ-৫ : রাষ্ট্রবিজ্ঞানে কী পড়ানো হয়? ‘রান্না শেখানো হয়’

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

জিপিএ-৫ : রাষ্ট্রবিজ্ঞানে কী পড়ানো হয়? ‘রান্না শেখানো হয়’

images

আন্তর্জাতিক ডেস্ক : এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ সহজ কিছু প্রশ্নের ভুল উত্তর দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়।

তবে এবার সম্ভবত ওই প্রতিবেদনকেও ছাড়িয়ে গেছে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের এমন একটি প্রতিবেদনে। এতে এইচএসসিতে কলা অনুষদ থেকে শীর্ষস্থান দখল করা বিহারের রুবি রায়কে প্রশ্ন করা হয়েছিল রাষ্ট্রবিজ্ঞানে কী পড়ানো হয়? উত্তরে ওই শিক্ষার্থী বলেন, ‘এতে রান্না শেখানো হয়’। তবে ১৭ বছরের রুবি রায় একা নয়। এ তালিকায় রয়েছে ফলাফলের দিকে থেকে শীর্ষস্থানে থাকা আরও ৯ শিক্ষার্থী।

বিহারের শীর্ষস্থান অধিকারী ১০ শিক্ষার্থীর অধিকাংশই ভিএন রায় কলেজের। এই কলেজটি রাজধানী পাটনা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে পরীক্ষায় ব্যাপক নকলের অভিযোগ রয়েছে। গত সপ্তাহে এইচএসসির ফল প্রকাশের পর ভারতের বিহার প্রদেশের সেরা ১০ মেধাবীকে কিছু প্রশ্ন করে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল। ওই চ্যানেলের প্রশ্নোত্তরেই রাষ্ট্রবিজ্ঞানে রান্না শেখানোর কথা বলেন

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com