জিম্বাবুয়ের কাছে ভারতের হার

প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬

জিম্বাবুয়ের কাছে ভারতের হার

downloadস্পোর্টস ডেস্ক : প্রথম বলেই ফিরে গিয়েছিলেন ওয়ানডে সিরিজের নায়ক লোকেশ রাহুল। লক্ষ্যটাও অনেক বেশি তাই আশায় বুক বেধেছিলেন জিম্বাবুয়ে সমর্থকরা। তবে স্বাগতিকদের কাছ থেকে জয় প্রায় কেড়ে নিয়েছিলেন মনীষ পাণ্ডে, মন্দীপ সিং আর অক্ষর প্যাটেল। শুরুর ধাক্কা সামলেছিলেন মন্দীপ। এরপর ইনিংসের মাঝামাঝি সময়ে ভারতের পালে বেশ জোরেসোরে হাওয়া দেন মনীষ পাণ্ডে। ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হার হজম করতে হলো টিম ইন্ডিয়াকে।

শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। দ্বিতীয় বলে ফিরে যান অক্ষর প্যাটেল। এরপর ধোনি চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেন নি।

ঋশি ধাওয়ান ৩ বলে করেন মাত্র ১ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। ধোনি নেন মাত্র ১ রান। জিম্বাবুয়ের দেয়া ১৭০ রানের জবাবে ১৬৮ রানেই থামে ভারতের ইনিংস। ৩৫ বলে ৪৮ রান করেন মনীষ পাণ্ডে। এছাড়া মন্দীপ ৩১ , অধিনায়ক ধোনি ও অক্ষর প্যাটেল করেন ১৭ রান।

এর আগে হারারের  স্পোর্টস ক্লাব মাঠে চিগাম্বুরার ৫৫ রানের কল্যানে ১৭০ রান করে স্বাগতিকরা। ১৩০ রানের আশেপাশেই স্কোরটার স্বপ্ন দেখছিলেন জিম্বাবুয়ে সমর্থকরা। তবে ইনিংসের শেষের দিকে চিগাম্বুরার ২৬ বলে ৫৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর গড়ে স্বাগতিকরা।

হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজও টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান ধোনি। ভারতীয় বোলারদের সামনে রান নিতেই পারছিলেন না মাসাকাদজা-চিবাবারা। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল ১১০ রান। সেখানে শেষ ৩০ বলে ৬০ রান নিয়ে ভারতের সামনে ১৭০ রানের বড় স্কোর দাঁড় করায় স্বাগতিক জিম্বাবুয়ে।

দলের পক্ষে ২৬ বলে ৫৫ রান করেন অলরাউন্ডার চিগাম্বুরা। ভারতীয় বোলারদের সাত সাতবার ছক্কা মারেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩০ ও মাসাকাদজা ২৫ রান করেন। বুমরাহ ২৫ রানে দুটি এছাড়া চাহাল, অক্ষর প্যাটেল ও ঋশি ধাওয়ান একটি করে উইকেট নেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com