সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক : প্রথম বলেই ফিরে গিয়েছিলেন ওয়ানডে সিরিজের নায়ক লোকেশ রাহুল। লক্ষ্যটাও অনেক বেশি তাই আশায় বুক বেধেছিলেন জিম্বাবুয়ে সমর্থকরা। তবে স্বাগতিকদের কাছ থেকে জয় প্রায় কেড়ে নিয়েছিলেন মনীষ পাণ্ডে, মন্দীপ সিং আর অক্ষর প্যাটেল। শুরুর ধাক্কা সামলেছিলেন মন্দীপ। এরপর ইনিংসের মাঝামাঝি সময়ে ভারতের পালে বেশ জোরেসোরে হাওয়া দেন মনীষ পাণ্ডে। ওয়ানডেতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি২০ সিরিজের প্রথম ম্যাচেই হার হজম করতে হলো টিম ইন্ডিয়াকে।
শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। দ্বিতীয় বলে ফিরে যান অক্ষর প্যাটেল। এরপর ধোনি চেষ্টা করলেও দলের হার এড়াতে পারেন নি।
ঋশি ধাওয়ান ৩ বলে করেন মাত্র ১ রান। শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ৪ রান। ধোনি নেন মাত্র ১ রান। জিম্বাবুয়ের দেয়া ১৭০ রানের জবাবে ১৬৮ রানেই থামে ভারতের ইনিংস। ৩৫ বলে ৪৮ রান করেন মনীষ পাণ্ডে। এছাড়া মন্দীপ ৩১ , অধিনায়ক ধোনি ও অক্ষর প্যাটেল করেন ১৭ রান।
এর আগে হারারের স্পোর্টস ক্লাব মাঠে চিগাম্বুরার ৫৫ রানের কল্যানে ১৭০ রান করে স্বাগতিকরা। ১৩০ রানের আশেপাশেই স্কোরটার স্বপ্ন দেখছিলেন জিম্বাবুয়ে সমর্থকরা। তবে ইনিংসের শেষের দিকে চিগাম্বুরার ২৬ বলে ৫৫ রানের ঝড়ে শেষ পর্যন্ত ভারতকে চ্যালেঞ্জ জানানোর মতো স্কোর গড়ে স্বাগতিকরা।
হারারের স্পোর্টস ক্লাব মাঠে আজও টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান ধোনি। ভারতীয় বোলারদের সামনে রান নিতেই পারছিলেন না মাসাকাদজা-চিবাবারা। ১৫ ওভার শেষে জিম্বাবুয়ের স্কোর ছিল ১১০ রান। সেখানে শেষ ৩০ বলে ৬০ রান নিয়ে ভারতের সামনে ১৭০ রানের বড় স্কোর দাঁড় করায় স্বাগতিক জিম্বাবুয়ে।
দলের পক্ষে ২৬ বলে ৫৫ রান করেন অলরাউন্ডার চিগাম্বুরা। ভারতীয় বোলারদের সাত সাতবার ছক্কা মারেন তিনি। এছাড়া সিকান্দার রাজা ৩০ ও মাসাকাদজা ২৫ রান করেন। বুমরাহ ২৫ রানে দুটি এছাড়া চাহাল, অক্ষর প্যাটেল ও ঋশি ধাওয়ান একটি করে উইকেট নেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি