জীবনের নিরাপত্ত্বা নিয়ে শংঙ্কিত ডাঃ মশহুদ চৌধুরী

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৬

জীবনের নিরাপত্ত্বা নিয়ে  শংঙ্কিত ডাঃ মশহুদ চৌধুরী

Untitled-1
সুরমা মেইল নিউজ : নিজের এবং পরিবার পরিজনের জীবনের নিরাপত্ত্বা নিয়ে শংঙ্কিত সরকারী চাকুরীজিবি ডাঃ এইচ.এম মশহুদ চৌধুরী। তিনি নগরীর শাহজালাল উপশহরের রোড-২৮ ব্লক নং ডি, বাড়ী নং ১৬/এ নীচতলার বাসিন্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হাজী এম এ মুছব্বির চৌধুরীর ছেলে, তিনি বর্তমানে নগরীর দক্ষিন সুরমা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত রয়েছেন। তিনি দূর্বৃত্ত্বদের কাছে একাধিকার হামলার শিকার হয়ে নিকঠস্থ পুলিশ ফাঁড়িতে বারবার অভিযোগ নিয়ে গেলেও পুলিশ তাকে কোন সহযোগীতা না করে বরং তাড়িয়ে দেয়। এরপর বাধ্য হয়ে তিনি এসএমপির শাহপরাণ থানায় একটি লিখিত সাধারণ ডাইরি করেন। ডাইরি সূত্রে জানা যায়, মশহুদ চৌধুরী সোনারপাড়ার মসজিদ কমিটি থেকে দেড় শতক ভুমি নিয়ে বিভিন্ন রকমের শাকসবজি উৎপাদন করেন। কিন্তু পূর্ব শত্র“তার জের ধরে গত ২ ফেব্র“য়ারী ২০১৬ ইং তারিখে একই ব্লকের ২৮ নং বাসার বাসিন্ধা শিমুল উরফে শিরু ও তার ভাই ভাতিজা গং সঙ্গবদ্ধ ভাবে মশহুদ চৌধুরীর সকল সবজী জোরপূর্বক লুট করে নিয়ে চলে যায়। তিনি বিষয়টি জানতে পেরে শিমুলসহ তার ভাইদের কাছে এর কারণ জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে উঠে লোটপাটকারীরা। তারা মশহুদ চৌধুরী কে দ্বারালো অস্ত্র দিয়ে আগাত করতে এগিয়ে আসলে উপস্তিত লোকজনের সহযোগীতায় তিনি প্রাণে রক্ষা পান এর উল্লেখিত ব্যক্তিরা তার উপর বিভিন্ন ভাবে মামলার চেষ্টা করে। এ ঘটনার পর থেকে লোট পাটকারীরা মশহুদ চৌধুরীর ছেলে সন্তানকে স্কুলে আসা যাওয়ার সময়ে বিভিন্ন রকম ভয়ভিতী প্রর্দশন করে যাচ্ছে, এমন কি তারা প্রকাশ্য মশহুদ চৌধুরীকে হত্যা করার হুমকি প্রদান করে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com