সিলেট ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, মে ১৬, ২০১৬
সুরমা মেইল নিউজ : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আগামী ১ জুন বাজেট অধিবেশন শুরু হতে যাচ্ছে। সেই অধিবেশনে যুদ্ধাপরাধীর দল হিসেবে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হবে।
সোমবার (১৬ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচন সভাটির আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এ সময় মন্ত্রী বলেন- বিশ্বের অন্যান্য দেশের যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের নজির অনুসরণ করে এবং মুক্তিযোদ্ধাদের দাবি অনুযায়ী বাংলাদেশেও যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া শুরুর পর দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর এ দাবি আরো জোরালো হতে শুরু করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টিসহ বাম ঘরানার সব রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও এ দাবিতে সোচ্চার।
মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতাদের বিরুদ্ধে ঘোষিত রায়ে ট্রাইব্যুনালের দেয়া পর্যবেক্ষণেও মুক্তিযুদ্ধে ভুমিকার জন্য দলটিকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়। এছাড়া ২০১৩ সালে জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি শেষে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট।
আইনবিশেষজ্ঞরা বলছেন- সরকার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নিতে পারে। এ ব্যাপারে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, সংবিধানের ৩৮ অনুচ্ছেদ কিংবা বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস দমন আইনের বিধান প্রয়োগ করে জামায়াতকে নিষিদ্ধ করার সুযোগ রয়েছে।
সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি চলচ্চিত্র অভিনেতা ড্যানি সিডাক, সাধারণ সম্পাদক ফালগুনী হামিদ, মহানগর আওয়ামী লীগের প্রাক্তন সহসভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ উপকমিটির নেতা এমএ করিম প্রমুখ।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি