সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬
বিনোদন ডেস্ক : শাকিব-শিশিরের পারিবারিক লোকই বনে গেছেন বলিউড কিং শাহরুখ খান। কলকাতা নাইট রাইডার্সের সূত্রে শাহরুখের আপনজন শাকিব খান। সেই সূত্রে তার স্ত্রী মডেল শিশিরও পেলেন শাহরুখের দেখা। প্রতিবারই আইপিএলে গেলে শাহরুখের সঙ্গে ছবি তুলতে ভোলেন না শিশির। সে ধারাবাহিকতায় গতকাল রাতে ফেসবুকে শাহরুখের সঙ্গে ছবি তুলেই ফেসবুকে প্রকাশ করলেন। তাও যেখানে সেখানে নয়, মুম্বাইয়ে জুহি চাওলার বাসায় গিয়েছিলেন শিশির। সেখানেই এই মহিমান্বিত দৃশ্য। কলকাতা নাইট রাইডার্সের শুরু থেকেই শাহরুখের পার্টনার হিসেবে আছেন জুহি চাওলা। ধারণা করা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানস এর সঙ্গে আজকের ম্যাচের আগে সেলিব্রেশন পার্টি দিয়েছিলেন জুহি। সেখানেই এই ছবি তোলা হয়েছে।তবে, সাকিব যেহেতু নেই ফ্রেমে, বলা যাচ্ছে না তিনি সেখানে উপস্থিত ছিলেন কি না। ভক্তদের মধ্যে সেই ছবি নিয়ে চলছে কাড়াকাড়ি।
উল্লেখ্য, ২০১১ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) এর অন্যতম সেরা দল কেকেআরের হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
Design and developed by ওয়েব হোম বিডি