জুড়ীতে টিলা কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

জুড়ীতে টিলা কাটার সময় মাটি ধসে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা :: মৌলভীবাজারের জুড়ী উপজেলার দ্বহপাড়া গ্রামে টিলার মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরেকজন আহত রয়েছেন। গত সোমবার টিলা কাটার সময় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম রঞ্জিত তংলা (৩৫)। তার বাড়ি উপজেলার শিলঘাট ফাঁড়ি চা-বাগানের দক্ষিণ টিলা এলাকায়। এ ঘটনায় আহত শ্রমিক মুরলি টিলা এলাকার ভুরেল উড়িয়াকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, দ্বহপাড়া গ্রামের আবদুস ছোবহান ওরফে বুলু হাজী প্রায় তিন মাস আগে একই গ্রামের লুৎফুর রহমানের কাছ থেকে ১৫ শতক টিলা ভূমি ক্রয় করেন। এরপর বাড়ি নির্মাণের জন্য ছোবহান টিলা কাটানোর কাজ শুরু করেন। টিলাটির উচ্চতা প্রায় ৩০ ফুট। মঙ্গলবার সকাল থেকে ছয়জন শ্রমিক টিলার মাটি কাটছিলেন। দুপুর সাড়ে ১২টায় টিলার নিচের অংশ কাটার সময় ওপর থেকে মাটির সাথে মিশ্রিত থাকা একটি বড় পাথর খণ্ড ধসে পড়ে। এ সময় রঞ্জিত ও ভুরেল উড়িয়া মাটির নিচে চাপা পড়েন। এতে রঞ্জিত সাথে সাথে মারা যান এবং ভুরেল উড়িয়া আহত হন। খবর পেয়ে বিকেল ৫টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে রঞ্জিতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com