জুড়ীতে সাঁতার শিখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫

জুড়ীতে সাঁতার শিখাতে গিয়ে পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু

বাবুল আহমেদ বাবু ও হালিমা মোহাম্মদ। ছবি: সংগৃহীত


মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার জুড়ী উপজেলায় মেয়েকে সাঁতার শিখাতে নেমে পুকুরের পানিতে ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।‌

 

নিহতরা হলেন- বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী ও জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাবুল আহমেদ বাবু (৬০) ও তার মেয়ে হালিমা আক্তার (১৮)। হালিমা এবারের এইচএসসি পরীক্ষায় তার ভিকারুন্নেছা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয়ার কথা ছিল।

 

জানা যায়, বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছেন। সোমবার নিজ বাড়ির পুকুরে বিকেল বেলায় মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে তলিয়ে যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

বাবা ও মেয়ের মৃত্যুর খবরে পুরো পরিবার জুড়ে চলছে আহাজারি। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতের বাড়িতে এসে পরিবারকে সান্তনা দেন। এছাড়া আত্মীয়-স্বজনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন সান্তনা জানাতে বাড়িতে ভিড় করছেন।

 

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com