জেএসসিতে সিলেটের পাসের হার ৯৩.৩৭, দ্বিগুণ বেড়েছে জিপিএ ৫

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৬

সুরমা মেইল ডটকম :: সিলেট শিক্ষা বোর্ডের অধিনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৩.৩৭। যা গতবছরের থেকে .২২শতাংশ কম। গতবছর পাসের হার ছিলো ৯৩.৫৯।

তবে পাসের হাসের সূচক কিছুটা কমলেও এবছর বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে মোট ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৪শ’ ৫৭ ও মেয়ে ৫ হাজার ৭শ’ ৯৮জন। যা গতবছরের তুলনায় ৫২৯৯ টি বেশি। গতবছর জিপিএ-৫ পায় ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল ১১টায় বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল ইসলাম।

বোর্ডের অধিনে মোট ১ লক্ষ ৩০ হাজার ৭শ’ ০৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লক্ষ ২২হাজার ৩৪ জন। এদের মধ্যে ছেলে ৫৩ হাজার ২শ’ ৪৮ ও মেয়ে শিক্ষার্থী ৬৮ হাজার ৭শ’ ৮৬জন। বোর্ডে ছেলেদের পাসের হার ৯৩.৫৩ ও মেয়েদের পাসের হার ৯৩.২৪।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com