জেএসসি’র ফল প্রকাশ: সিলেট বিভাগে পাশের হার ৯৩.৫৯

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৫

জেএসসি’র ফল প্রকাশ: সিলেট বিভাগে পাশের হার ৯৩.৫৯

JSC_JDC

সুরমামেইল ডটকম : জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) ফলাফল বৃহস্পতিবার সকালে প্রকাশিত হয়েছে। ফলাফলে সিলেট বিভাগের পাশের হার ৯৩.৫৯। বিভাগে মোট ১ লাখ ২৬ হাজার ৯৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ১ লাখ ১৮ হাজার ৮৫৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।

এদিকে সিলেট বিভাগের সিলেট জেলায় পাশের হার ৯৬.২২। এ জেলায় মোট ৪৪ হাজার ১২২ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ৪২ হাজার ৪৫২ জন। জিপিএ ৫ পেয়েছে ২৪২৯ জন।

হবিগঞ্জ জেলায় পাশের হার ৯৪.৫৫। এ জেলায় মোট ২৫ হাজার ৪১৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৪ হাজার ৩০ জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৫৮ জন।

মৌলভীবাজার জেলায় পাশের হার ৮৯.২০। এ জেলায় মোট ২৯ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৬ হাজার ৬৩০ জন। জিপিএ ৫ পেয়েছে ৯৪৩ জন।

সুনামগঞ্জ জেলায় পাশের হার ৯৩.২৭। এ জেলায় মোট ২৭ হাজার ৬০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে পাশ করেছে ২৫ হাজার ৭৪৩। জিপিএ ৫ পেয়েছে ৫২৬ জন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com